,

লন্ডনে একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটির ভার্চুয়াল মিটিং

লন্ডন সংবাদদাতা : একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ এবং করোনা কালীন সময়ে সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা নিয়ে এক ভার্চুয়াল মিটিং গতকাল ৫জুলাই লন্ডন সময় সন্ধ্যে সাত ঘটিকায় অনুষ্ঠিত হয়। ইউকে সাপ্টারের প্রেসিডেন্ট সাবেক কাউন্সিরার নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল আহমদ খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মতিয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট নিলুফা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আঞ্জুমানয়ারা আঞ্জু, শুসান্ত দেব প্রমুখ। সভায় সদ্যপ্রায়াত সংগঠনের উপদেষ্টা খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী, যুক্তরাজ্য শাখার সহকারী সস্পাদক স্মৃতি আজাদারে মাতা এবং
কমিউনিটি নেতা প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাফিজ মজির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া লন্ডন থেকে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের দেশ বিরোধী অপতৎপরতা এবং অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর