,

আজমিরীগঞ্জ হাওরে বিপদসীমার উপরে পানি

ফজলে এলাহি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা কয়েকদিনের  ভারী বর্ষনের ফলে হবিগঞ্জ-আজমিরিগঞ্জ কালনী ও কুশিয়ারা সহ বিভিন  নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। আজ, সোমবার ১৩জুলাই বিকেলে কুশিয়ারার পানি আজমিরীগঞ্জ ও পাহাড়পুর অংশে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মার্কুলী অংশে বিপদসীমার কাছাকাছি রয়েছে। এ দিকে কুশিয়ারা ও কালনী নদীর পানি বৃদ্বি পেয়ে বিভিন্ন গ্রামে প্রবেশ করছে। এতে প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্রামগুলো। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে সাধারন মানুষ। বিভিন্ন স্থানের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়েছে যানচলাচল। আবার কোথাও ঝুঁকি নিয়ে ছোট  যানবাহন চলাচল  করতে দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় আজমিরীগঞ্জ সদর থেকে ২নংবদলপুর ইউনিয়নের হিলালপুর রাস্তায় হাটু পানি রয়েছে। আর কাটখালী রাস্তার উপর দিয়ে প্রবলবেগে  হাওরে পানি প্রবেশ করছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহি প্রকৌশলী এম এল সৈকত বলেন, রস্তাগুলো হাওরের একদম নিচু হওয়ার কারনে সেগুলো তলিয়ে গেছে তবে এখন পযর্ন্ত ফসল ও বাঁধের তেমন কোন ক্ষতি হয়নি।


     এই বিভাগের আরো খবর