,

ইংল্যান্ডে সবজি বাগান করে সাড়া ফেলেছেন সিলেটি দম্পতি

স্টাফ রিপোর্টার : এই পৃথিবীতে মানুষের চাহিদার যেমন শেষ নেই তেমনি শখেরও অভাব নেই। সবার জীবনেই কিছুনা কিছু শখ থাকে।যারা সৌখিন মানুষ চিন্তা চেতনায় স্বপ্নকে বুকে লালন করে তারা একটা সময় তাদের সঠিক গন্তব্যে ঠিকই পৌছে যায়।
চাহিদানুযায়ী নানা রকমের শখ থাকে মানুষের। বই পড়া,আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করা, বাগান করা ইত্যাদি ইত্যাদি। তেমনই  সৌখিন মানুষ রয়েছেন ইংল্যান্ডে অবস্থানরত স্বামী স্ত্রী আজম খান ও সুলতানা চৌধুরী। জহির লস্করের আত্মীয় হওয়ার সুবাদে তার কাছ থেকে জানতে পারলাম আজম খান ও সুলতানা চৌধুরী দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে পরিবার নিয়ে অবস্থান করছেন। আজম খান ব্যবসা করছেন সফলতার সহিত এবং প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীও বঠে। কর্মব্যস্ততার মধ্যে ও উনি তার শখকে মনে লালন করে সেটাকে বাস্তবে রুপ দিয়েছেন তার স্ত্রীকে নিয়ে। গড়ে তুলেছেন যেমন স্বপ্ন দেখতেন তেমনই সবজির বাগান।স্বামী স্ত্রী মিলে নিয়মিত পরিচর্যায় হরেক রকমের সবজি লাগিয়ে গড়ে তুলেছেন পরিপূর্ণ সবজি বাগান।পরিপূর্ণতা দিয়েছেন তাদের দেশীয় শখকে সেই সূদুর ইংল্যান্ডে। ইস্ট লন্ডনের বেকটন এলাকায় বাড়ির পিছনে ছোট্ট আঙ্গিনায় তিলে তিলে গড়ে তুলেছেন শখের সবজি বাগান।বাংলাদেশের মতই সবুজ বিপ্লব ঘটিয়েছেন তার ছোট্ট বাগানে। তাদের সবজির বাগানে লাউ, শিম, করলা, বেগুন, টমেটো, ক্যাপসিকাম ও কাঁচামরিচসহ রয়েছে বিভিন্ন ধরনের সবজি। সম্পূর্ণ বাংলাদেশি জাতের সবজি রয়েছে তার বাগানে। তাছাড়া সবজির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের হরেক রকমের ফলমূলের চাষও করেছেন তারা। দেশীয় জাতের সবজি চাষ করে ইংল্যান্ডে বসবাসরত বাঙালীদের মধ্যে রীতিমত চমক সৃষ্টি করে দিয়েছেন আজম খান ও তার স্ত্রী সুলতানা চৌধুরী।বিভিন্ন শহরে বসবাসরত অসংখ্য বাঙালী প্রতিদিন ভিড় জমান আজম খান ও সুলতানা চৌধুরীর শখের সবজি বাগান দেখার জন্য।ঘুরে ফিরে সৌন্দর্য উপভোগ করে ফেরার পথে ফরমালিনমুক্ত তাজা শাক সবজি বাগান থেকে নিয়ে যান। আজম খান ও সুলতানা চৌধুরীর মুখে ফুটে উঠে তখন তৃপ্তির হাসি। ইতোমধ্যে  দেশের বেশ কয়েকটি চ্যানেলেও এই সৌখিন মানুষদের তৈরী সবজি বাগান নিয়ে প্রতিবেদন করেছে। ইংল্যান্ডে বসবাসরত বাঙ্গালীরা তাদের বাগান দেখতে গিয়ে বলেন  আমরা প্রায়ই আজম খান ও তার সহধর্মিণী সুলতানা চৌধুরীর সবজি বাগান পরিদর্শনে যাই। তাদের বাগান দেখে মনে হয় তারা যেন বৃটেনের বুকে গড়ে তুলেছেন সুজলা-সুফলা-শস্য-শ্যামলা এক টুকরো সোনার বাংলাদেশ। তাদের সবজি বাগান দেখে অভিভূত বেকটন শহরের বাঙ্গালীরা। সুনামগঞ্জের জগন্নাথপুরে জন্ম গ্রহণকারী আজম খান ১৯৮০ সালে স্বপরিবারে পাড়ি জমান যুক্তরাজ্যে। ব্যক্তিগত জীবনে আজম খানের রয়েছে স্ত্রী এক ছেলে দুই মেয়েকে নিয়ে সুখের সংসার। ছেলে এভিয়েশন প্রকৌশলী। এক মেয়ে চাকুরি করছেন স্প্যানিশ একটি মোবাইল কোম্পানিতে। আরেক মেয়ে সম্প্রতি বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।


     এই বিভাগের আরো খবর