,

নবীগঞ্জে মহিলা কাউন্সিলর সহ আরো ৪জনের করোনা শনাক্ত

জাবেদ ইকবাল তালুকদার : নবীগঞ্জের আরো ৪জনের শরীরে করোনাভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমন পাওয়া গেছে। গতকাল, ১৮জুলাই রাতে এ রিপোর্ট আসে। এর আগে কয়েক ধাপে নবীগঞ্জের ১১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছিলো। এখন পর্যন্ত নবীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১২০জন। গতকাল আক্রান্ত ৪জনের মধ্যে রয়েছেন ১জন নবীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর, ১জন নবীগঞ্জ বাজারের ব্যাবসায়ী, ২জন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে ১জন উপজেলার কমলাপুর এলাকার ও অন্যজন পিঠুয়া এলাকার।

নবীগঞ্জ থেকে এখন পর্যন্ত ১০১৯জনের নমুনা সংগ্রহ করে ল্যাভে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১২০জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ও ৭৪০জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। উপজেলায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬৩জন সুস্থ হয়েছেন এবং ১জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের টি.এইচ.ও ডা. আব্দুস সামাদ দৈনিক হবিগঞ্জ সময়কে এসব তথ্য জানান।

নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলাফেরা করুন।


     এই বিভাগের আরো খবর