,

নবীগঞ্জে উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধাণ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, ইউপি চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী, পল্লী বিদ্যুতের এজি এম রুহুল আমিন, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন প্রভাষক রেজাউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ জাকারিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, শিক্ষক সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, মোঃ আব্দুল মুহিত চৌধুরী, মোঃ ছাইম উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলী প্রমূখ। সভায় নবীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন, নবীগঞ্জ বাজারে সকাল ৮ টা থেকে রাত ৯ টার পুর্বে কোন নসিমন, করিমন যানবাহন চলাচল করলে ৫ হাজার টাকা জরিমানা, অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার গাড়ী চালানো আইনত দন্ডনীয় অপরাধ, নবীগঞ্জ বাজারে কোন ভ্রাম্যমান দোকানপাট বসানো নিষেধ, দিনের বেলায় গাড়ীর মালামাল লোড আনলোড নিষেধ, সরকারের স্বাস্থ্যবিধি মেনে কুরবানীর পশুর হাট বসানো, উপজেলা প্রাণী সম্পদ অফিসের বাহিরের সীমানায় বহিরাগত কর্তৃক সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ডসহ অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত গ্রহন করার হয়।


     এই বিভাগের আরো খবর