,

মালেশিয়ায় মাটি চাপা পড়ে মাধবপুরের এক শ্রমিকের মৃত্যু

সংবাদদাতা ॥ মালোশিয়ার কুয়ালারামপুরে বৃষ্টির মধ্যে পানির লাইলে কাজ করতে গিয়ে মাধবপুরের আঃ ছোবান মিয়া (৪০) নামে এক শ্রমিক মাটি চাপায় মারা গেছেন। গত ১৮জুলাই সন্ধ্যায় মালোশিয়ার কুয়ালারামপুর শহরে এ ঘটনা ঘটে। নিহত আঃ ছোবা মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। ছোবানের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌছলে শোকের ছায়া নেমে আসে। বছর দুয়েক আগে পরিবারের আর্থিক দৈন্যতা গুছাতে জায়গা জমি বিক্রি করে আঃ ছোবান পাড়ি জমান মালেশিয়ায়। সেখানে একটি কোম্পানীর মাধ্যমে পাইপ ফিটারের কাজ পান তিনি। সংসারে কিছু সচ্ছলতা দেখা দেয়। বৈশিক মহামারি করোনা ভাইরাসের কারনে কয়েক মাস বেকার থাকার পর কিছু দিন আগে কাজে যোগ দেন। গত ১৮ জুলাই একটি ঠিকাদারি প্রতিষ্টানের মাধ্যমে পানির লাইনের (পাইপ ফিল্টার) কাজ করতে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই পানির লাইনের পাইপে জোরা গালানোর সময় উপর থেকে মাটি ধসে পড়ে । এ সময় মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়। বৃদ্ধা মা আবেদা খাতুন শেষ বারের মত ছেলের মুখ দেখতে করছেন আহাজারি। সরকারের কাছে পরিবারের দাবি আঃ ছোবানের লাশটা যেন দেশে ফিরে আনার ব্যবস্থা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর