,

সিলেটের ওসমানীতে একদিনে আবারো করোনা আক্রান্ত শতাধিক

সংবাদদাতা ॥ সিলেট বিভাগে একদিনে আবারো করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন শতাধিক ব্যক্তি। গতকাল সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের দৈনিক নমুনা পরীক্ষা শেষে ১১৪ জনের শরীরের নমুনায় এই প্রাণঘাতি ভাইরাসটি ধরা পড়ে। শনাক্ত হওয়াদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য সিলেটভিউকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা শেষে মোট ১১৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। মোট শনাক্তদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন। এছাড়াও এদিন চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য কয়েকজন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদিকে গতকাল সোমবার শাবির ল্যাবে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩৫ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪২ জন। রাত সাড়ে দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যে সংখ্যা পৌঁছেছে ৬ হাজার ৮৯১ জনে।


     এই বিভাগের আরো খবর