,

মাধবপুরে আকাশে দিনে রাতে উড়ছে রং-বেরংয়ের ঘুড়ি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ১টি পৌরসভা সহ ১১টি ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চলের অধিকাংশ ভবনের ছাদ এবং মাঠে-ময়দানে দেখা যাচ্ছে ঘুড়ি উড়ানোর উৎসব। রাতের বেলা উড়ানোর জন্য এর সঙ্গে আবার বৈদ্যুতিক তার ও বাটারি সংযুক্ত করে রাতের বেলাতেও উড়ছে রঙবেরঙয়ের বাতি লাগানো ঢাউস আকারের ঘুড়ি। সাধারণ কাগজের তৈরি প্রতিটি ঘুড়ির মূল্য ৫০ টাকা হলেও বিশেষভাবে তৈরি চিল ঘুড়ি অথবা বৈদ্যুতিক ডিজাইনের ঘুড়ির দাম ৪০০ থেকে ৫০০ টাকা। মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের আশে পাশে ঘুড়ি উড়ানোর ঠিক না এতে করে ঘুড়ি সুতা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে বিদ্যুৎ বিভ্রান্ত ঘটছে এবং কোন কোন ক্ষেত্রে তার ছিড়ে যাচ্ছে। এতে করে এমনকি প্রানহানির ক্ষতির সম্ভাবনা অনেক। বৈদ্যুতিক লাইন ও উপকেন্দ্র টাওয়ার সমুহের কাছাকাছি স্থানে ঘুড়ি উড়ানো পরিহার করতে জনপ্রতিনিধিসহ অভিভাবক ও জনসাধারন’কে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোশারফ হোসেন। মোঃ মোশারফ হোসেন জানান, ঘুড়ি উড়ানো অনেকেরই শখ হলেও তবে সর্তক থাকতে হবে বৈদ্যুতিক তার থেকে। যদি কোন দৈবাৎ কারণে ঘুড়ি সাটানো অবস্থায় বৈদ্যুতিক মেইন লাইনের উপরে পরে তাহলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে।


     এই বিভাগের আরো খবর