,

ছবি মহত্মা গান্ধি

ভারতের জাতির জনক মহত্মা গান্ধির অবদানকে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারের বিশেষ উদ্যোগ

মতিয়ার চৌধুরী, লন্ডন : ভারতের জাতির পিতা মহত্মা গান্ধির অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ভাবছে ব্রিটিশ সরকার । বার্তা সংস্থা রয়টার্স এখবরটি নিশ্চিত করেছে। অহিংসবাদী আন্দোলনের জনক ভারতের স্বাধীনতা সংগ্রামের এই মহানায়কের স্মরণে একটি ধাতব মুদ্রা ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয় ব্রিটেনের রয়েল মিন্ট অ্যাডভাইজরি কমিটিকে (আরএএমসি) লেখা এক পত্রে ভারতীয় বংশদ্ভোত ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তির অবদানকে স্বীকৃতি দিতে অনুরোধ জানিয়েছিলেন। শনিবার ব্রিটেনের ট্রেজারির এক ইমেইল বিবৃতিতে জানানো হয়,আরএএমসি এখন গান্ধীর স্মরণে একটি স্মারক কয়েন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে’। উপমহাদেশের স্বাধীনতার স্থপতি মহত্মা গান্ধির জন্মদিন ২ অক্টোবর এখন সারাবিশ্বেই আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৮৬৯ সালে জন্ম নেওয়া গান্ধী জীবনভর অহিংস আন্দোলনের সপক্ষে প্রচার চালিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।ব্রিটিশ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করার মাত্র কয়েক মাসের মধ্যেই ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ‘ভারতের জাতির জনক’ গান্ধীজী এক হিন্দুত্ববাদীর গুলিতে নিহত হন। আশা করা হচ্ছে এই স্মারক কয়েনটি গান্ধিজীর জন্মদিনে অবমুক্ত করা হবে।


     এই বিভাগের আরো খবর