,

জরিপে ট্রাম্পের চেয়ে ভালোই এগিয়ে বাইডেন

সময় ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে জেতার জন্য ‘হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঠ’ ছিল মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য উইসকনসিন। এ রাজ্যে সামান্য ব্যবধানে জিতেই ইলেকটোরাল কলেজের প্রয়োজনীয় ২৭০ ভোটের ধাক্কা উৎরে প্রেসিডেন্সি বাগিয়ে নিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সেই রাজ্যে ট্রাম্পের পালে হাওয়া সুবিধের নয়। জরিপগুলোতে উইসকনসিনে ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় ভালোমতোই এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। খবর সিএনএনের আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরইমধ্যে চলতি সপ্তাহে নতুন তিনটি জরিপের ফলে দেখা গেছে, জো বাইডেন হয় এগিয়ে রয়েছেন অনেক পয়েন্টের ব্যবধানে, নয়তো হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সিবিএস নিউজ ও ইউগভ পোলের বুধবার প্রকাশিত যৌথ জরিপের ফলে দেখা গেছে, সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ বাইডেনকে পছন্দ করছেন, সেখানে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪২ শতাংশ মানুষ।
ইউনিভার্সিটি অব উইসকনসিনের ইলেকশন রিসার্চ সেন্টার জরিপ চালিয়েছে নিবন্ধিত ভোটারদের মধ্যে। মঙ্গলবার প্রকাশিত এ জরিপের ফলে দেখা গেছে, বাইডেন এগিয়ে আছেন ৪৯ শতাংশ সমর্থন নিয়ে, বিপরিতে ট্রাম্পকে সমর্থন করছেন ৪৩ শতাংশ।
একইদিন মারকুইট ইউনিভার্সিটির ল’ স্কুল পোলে দেখা যায়, সম্ভাব্য ভোটারদের মধ্যে ট্রাম্প ৪৬ শতাংশ সমর্থণ পেয়েছেন, অন্যদিকে বাইডেন পেয়েছেন ৫০শতাংশ সমর্থন। তিনটি জরিপেই দেখা যাচ্ছে, ট্রাম্পের ঝুলিতে এবার ভোটারদের অনিহাই জুটেছে। আর তাতে দ্বিতীয় মেয়াদ ট্রাম্পের কপালে জুটবে কিনা, তা নিয়েই সন্দেহ তৈরি করে দিয়েছে ‘ব্যাটলগ্রাউন্ড’খ্যাত রাজ্য উইসকনসিন।


     এই বিভাগের আরো খবর