,

হবিগঞ্জে জমে উঠেছে সর্বনাশী জুয়ার আসর

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে ওয়ান টেনের নামে সর্বনাশী জুয়ার আসর জমে উঠেছে। জুয়ার পাশাপাশি নারীদের নিয়ে রঙ্গলীলা সহ মাদকের আসর জমে এসব আস্তানায়। বিভিন্ন জেলা থেকে জুয়াড়িরা এসে এসব আস্তানায় যোগ দিচ্ছেন। সম্প্রতি মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হলেও কৌশলেও জুয়াড়িরা এসব কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে একটি মাটির ঘরে আইছুব আলীর নেতৃত্বে প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত জুয়ার আসর বসে। শুধু তাই নয় এই জুয়া সিন্ডিকেটটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ টাওয়ারের পাশে ও বরমপুর, উবাহাটা এবং বানিয়াচংয়ের নয়া পাথারিয়া, পুরান পাথারিয়া, কুশিয়ার তলা, নকলারআব্দাসহ বিভিন্নস্থানে জুয়ার আসর বসায় রাতের বেলায়। আর এসবের নেতৃত্ব দিচ্ছে ওই এলাকার আজমান আলী মেম্বার ও বাবুল রায়সহ বিভিন্ন লোক। অনেক সময় দেখা যায়, কিশোরগঞ্জ, আজমিরীগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ভিআইপি গাড়ি নিয়ে জুয়াড়িরা আসে এসব আস্তানায়। কিন্তু এসব ভিআইপি গাড়ি থেকে টহলরত পুলিশ তাদেরকে চেকিং করতে চায় না। এ ব্যাপারে বাহুবল ও নবীগঞ্জ সার্কেল এসপি পারভেজ আলম চৌধুরী ও বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল এসপি সেলিম আহমেদ বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। যদি কেউ এসব করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে


     এই বিভাগের আরো খবর