,

আজমিরীগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি এড. আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান (মহিলা) সীমা রানী সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস, আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার, ওসি(তদন্ত) মোঃ আবু হানিফ, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনোয়ার আলী মিয়া প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তানজির উল্ল্যাহ সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুর রহমান সরকার, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ, মৎস কর্মকর্তা রাশেদউ্জ্জামান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের প্রধানগন সহ দলীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে যুব ঋণ বিতরণ ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এড. আব্দুল মজিদ খাঁন। সবশেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং ভূমি অফিস কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষ রোপন করেন সাংসদ এড. আব্দুল মজিদ খাঁন।


     এই বিভাগের আরো খবর