,

হবিগঞ্জে ২৭টি হাসপাতাল ও ক্লিনিকের নেই লাইসেন্স

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের আনাচে কানাচে গড়ে উঠছে লাইসেন্স বিহীন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার। এ গুলো নানা অব্যবস্থাপনা আর নিম্নমানের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোন নিয়ম-নীতি না মেনেই ইচ্ছামতো যত্র-তত্র গড়ে উঠছে এসব হাসপাতাল ও ক্লিনিকগুলো। অনেকেরই লাইসেন্স কিংবা পরিবেশ ছাড়পত্র নেই। সরকার আগামী ২৩ আগষ্টের মধ্যে লাইসেন্স করার কথা বললেও অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সরকারি নিয়ম নীতি মানছে না। গতকাল সোমবার হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোহাম্মদ রেজা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এ সময় শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট সড়কের এভারগ্রীণ ডায়াগনষ্টিক সেন্টারে লাইসেন্স না থাকার কারণে তার স্বত্তাধিকারী ডাঃ শামসুদ্দোহা সোহাগকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় পাশ^বর্তী রোকেয়া ডায়াগনস্টিক বন্ধ করে মালিকরা সটকে পড়েন। জানা যায়, হবিগঞ্জ জেলায় ৯৭টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এরমধ্যে লাইসেন্সসহ কোন ধরণের কাগজপত্র নেই ২৭টিরই। আর শহরে রয়েছে ৫১টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক। যারমধ্যে কোন ধরণের কাগজপত্রই নেই ৮টির। বাকিগুলোর মধ্যেও অনেকেরই লাইসেন্স থাকলেও অনলাইন নেই, নেই পরিবেশ ছাড়পত্র। হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের তথ্য মতে, হবিগঞ্জে ২৭টি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নির্দেশ মতে এ অভিযান চলবে।


     এই বিভাগের আরো খবর