,

বানিয়াচংয়ে ৫ মাসেও উদ্ধার হয়নি অপহৃতা গৃহবধূ চম্পা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে অপহরণের ৫ মাসেও উদ্ধার হয়নি অপহৃতা গৃহবধূ গোপালগঞ্জ কোটালীপাড়ার মেয়ে চম্পা খন্দকার(৩০)। মিলেনি আজও তার সন্ধান। সে উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শাহীন মিয়ার স্ত্রী। জানা যায়, বানিয়াচং উপজেলার নন্দীপাড়া দরগা মহল্লার শাহিন মিয়া বেশ কিছুদিন পূর্বে গোপালগঞ্জ কোটালী পাড়ার চম্পা খন্দকারকে বিয়ে করে। বিয়ের পর সুখে শান্তিতেই কাটছিল তাদের সংসার। কিন্তু চলতি বছরের ৬ এপ্রিল স্বামীর বাড়ির সামন থেকে চম্পা খন্দকার নিখোজ হয়ে যায়। শাহীন জানায় বিভিন্ন তথ্যের মাধ্যমে নিখোঁজের পর সে তার স্ত্রীকে খুজতে বড়ইউড়ি, কাগাপাশা সহ আশে পাশের গ্রামে খোঁজাখুজি করে। সে জানায় তার স্ত্রীকে কে বা কারা জিম্মি করে অপহরণ করেছে। এবং সে তা জানতে পেরে ৭নং বউইউড়ি ইউনিয়নের মেম্বার মোহিত মিয়া (৫০), মোমিন মিয়ার মেয়ে কলি আক্তার ও কাগাপাশা ইউনিয়নের আয়ূব আলীর মেয়ে শাহেনা আক্তার (৩৪) কে আসামী করে বানিয়াচং থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলাটি এএসপি সার্কেল শেখ সেলিম তদন্ত করেন। সে জানায় তার স্ত্রী উদ্ধার না হওয়ায় পরবর্তীতে হবিগঞ্জ কোর্টে পূনরায় বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামলাটি তদন্তভার পিপিআইকে প্রদান করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে সে জানায়। শাহিন আরও জানায়, তার স্ত্রীকে দূর্বৃত্তরা অপহরণ করে নিয়ে অজ্ঞান করে কোথাও লুকিয়ে রেখেছে। তাই মোহিতকে পুলিশি জিজ্ঞাসাবাদ করলে এর রহস্য বেরিয়ে আসবে এবং তার স্ত্রীকে সে ফেরত পাবে। অতি দ্রুত সে তার স্ত্রীকে খুজে বের করে তার কাছে ফিরিয়ে দিতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর