,

আটককৃত প্রধান আসামী নুর আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের চাঞ্চল্যকর স্কুলছাত্রী জেরিন (১৬) হত্যা মামলার আটককৃত প্রধান আসামী সিএনজি চালক নুর আলম (২২) অবশেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এর আগে গত সোমবার সদর থানার ওসি মোঃ মাসুক আলীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে পাটলি গ্রাম থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের আব্দুল হাইর পুত্র। গত ১৮ জানুয়ারি সদর উপজেলার ধলগ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেনের (২৫) নেতৃত্বে পাঁচ-ছয় যুবক মিলে জেরিনকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে জেরিনকে ফেলে দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জেরিন মারা যায়। এ ঘটনায় জাকির হোসেন আদালতে স্বীকারোক্তি দেয়। জেরিন ধল গ্রামের আব্দুল হাইর কন্যা। ওসি জানান, ইতোমধ্যে জাকির ও নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতার করতেও অভিযান রয়েছে।


     এই বিভাগের আরো খবর