,

নবীগঞ্জে হাতুরে ডাক্তারের ভুল চিকিৎসায় কৃষকের গরুর মৃত্যু

সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের কৃষক ছুরাব মিয়ার প্রায় ৪০ হাজার টাকা মুল্যের একটি গরু হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে। এ ঘটনায় উক্ত কৃষক ছোরাব মিয়া হতভম্ব হয়ে পড়েছেন। সুত্রে জানাযায়, পৌর এলাকার গন্ধ্যা গ্রামের কৃষক ছোরাব মিয়ার একটি পালিত গরু গলা ফুলা দেখা দিলে গরুর মালিক শহরের ওসমানী রোডে মায়ের দোয়া পোট্রি ফার্ম নামের একটি পশুর ঔষধের দোকানে আসেন। দোকান মালিক নানু মিয়া তার সহকারী মনির এবং এসিআই কোম্পানীর প্রতিনিধি আফসর মিয়া মিলে গন্ধা গ্রামে গিয়ে গরুর চিকিৎসা করেন। নানু মিয়া ও আফসর মিয়া গরুকে ইনজেকশন দিলে গরু মাটিতে লুটে পড়ে। এর ৩ দিন পরই গরুটি গতকাল মঙ্গলবার বিকালে মৃত্যুর কোলে ঢলে পরে। ফলে কৃষকের ৪০ হাজার টাকার ক্ষতি হয়। হাতুরে ডাক্তারের ভুল চিকিৎসার খেসারত দিতে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষক পাগল প্রায়। বিষয়টির ব্যাপারে জানতে ঔষধের দোকান মালিক নানু মিয়াকে মোবাইলে ফোন দিলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলেও মিথ্যার আশ্রয় নেন। তিনি কোন ইনজেকশন দেননি বলে জানালেও এসিআই কোম্পানির প্রতিনিধি জানান, তিনি তার কাজে নানু মিয়ার দোকানে গেলে নানু মিয়া তাকে সাথে নিয়ে যান কৃষক ছোরাব মিয়ার বাড়িতে। তিনি আরও জানান, তিনি একটি এবং নানু মিয়া একটি ইনজেকশন দিয়েছেন। তবে তাদের গরুর চিকিৎসা করা উচিত হয়নি বলেও জানান তিনি। এ ব্যাপারে ব্যবসায়ী নানু মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। শেষ পর্যন্ত জানাগেছে নানু মিয়া ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে বিষয়টি আপোসে মীমাংসা করার চেষ্টা করছেন।


     এই বিভাগের আরো খবর