,

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্বপদে বহাল

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত (ঝঞঅণ) করেছেন মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ। গত ২৩ আগষ্ট রবিবার হাইকোর্টের বিচারপতি এম খসরুজ্জামান ও বিচারপতি এম মাহমুদ হাসান তালুকদার এর দ্বৈত বেঞ্চ এ আদেশটি প্রদান করেন। ইমদাদুর রহমান মুকুলের পক্ষে রীট মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি। উল্লেখ্য, সরকারের ১০ টাকা কেজি চাল বিতরণের খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে গজনাইপুর ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে এবং এর প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে অধিকতর তদন্তের জন্য সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু স্থানীয় প্রশাসন দাখিলকৃত তদন্ত প্রতিবেদন কে পাশ কাটিয়ে অধিকতর তদন্ত না করেই শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ পেশ করেন। এ সুপারিশের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৭ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে সাময়িক বরখাস্ত করেন। পাশাপাশি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে কেন তাকে এ পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত ঘোষণা করেন। মহামান্য হাইকোর্টের এই আদেশ বলে ইমদাদুর রহমান মুকুল নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল হলেন। ইমদাদুর রহমান মুকুল চেয়ারম্যান পদে বহাল এর মধ্য দিয়ে যড়যন্ত্রকারী মহলের সকল অপতৎপরতার অবসান ঘটে। এক প্রতিক্রিয়ায় ইউপি চেয়ারম্যান মুকুল এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেন আমি সত্য ন্যায়ের পথে ছিলাম, আছি এবং সকলকে ধৈর্য্য ধারণ করার আহবান জানান তিনি।


     এই বিভাগের আরো খবর