,

হবিগঞ্জে টমটমসহ এক যাত্রীকে ধাক্কা দেয়ায় সংঘর্ষ ॥ আহত ২০

জুয়েল চৌধুরী ॥ শুধু হবিগঞ্জ শহরই নয় নিয়ন্ত্রণহীনভাবে পুরো জেলা শহরেই চলছে তিন চাকার অবৈধ টমটম। টমটম চালকরা অতিরিক্ত ভাড়াতো নিচ্ছেই সাথে এগুলো চলছে অদক্ষ ও অল্প বয়সী চালক দিয়েও। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুরে এক টমটম আরেক টমটমসহ এক যাত্রীকে ধাক্কা দেয়ার ঘটনা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর মাঝে গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আব্দুল হাই (৫৫), জানে আলম (১৮), নুর আলম (২১), আলম (১৮), লাল বানু (৪০), শামসু (১৫), কাইছুম (৫০), আগুরা (৪৫)। জানা যায়, সোহাগ নামের এক টমটম চালক স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে নিজামপুর থেকে পাইকপাড়া যাচ্ছিলো। এ সময় সৈয়দপুর ব্রীজের নিকট পৌঁছলে একই দিক থেকে আসা অপর একটি টমটমকে ওভারটেক করার সময় দুই টমটমে ঘষা লাগে। এ সময় ব্রীজের উপর দাড়িয়ে থাকা জানে আলম নামের এক যুবক অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ ঘটনা নিয়ে ত্রিমুখী বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় টমটম চালক ও পথচারী জানে আলমের পক্ষ হয়ে দুই দল লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে একজনকে সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর