,

১৫ আগস্ট ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর পরিবারকে নিরবংশ করতে চেয়েছিল -এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন-১৯৭১ সালের ১৫ আগস্ট ষড়যন্ত্রকারীরা হত্যার মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে নিরবংশ করতে চেয়েছিল। এ জন্য বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল। কিন্তু মহান আল্লাহ তালার অশেষ কৃপায় ও জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা বিদেশে থাকায় আমাদের মাঝে বেঁচে আছেন। এখনও ষড়যন্ত্রকারীরা কান্ত হয়নি। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা বার বার গ্রেনেড হামলা চালিয়েছে এবং তার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। মহান আল্লাহ তালার অশেষ মেহেরবাণীতে জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন। তিনি জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসে দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার বিকেল বানিয়াচং উপজেলার পৈলারকান্দি বাজারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোঃ সরাজ মিয়ার সভাপতিত্বে ও পীযুষ সূত্রধর এবং নিশিকান্ত দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, বানিয়াচং পল্লীবিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ইসমাত কামাল, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইলিয়াস আক্তার, ফজলুর রহমান খান, আব্দুল কুদ্দুছ শামীম। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন খোয়াজ আলী, আনিসুর রহমান তালুকদার, বাচ্চু মিয়া, হাজী ছিবু মিয়া, আলী মিয়া, হাফিজুর রহমান, মোয়াজ্জিন, ধলন মিয়া প্রমূখ। উল্লেখ্য প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে ৫১৭টি পরিবারকে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর