,

হবিগঞ্জের কয়েকটি হাওরে বিষপ্রয়োগ মরে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ

জুয়েল চৌধুরী ॥ ইকরাম-সুজাতপুরে মধ্যবর্তী স্থানে সিঙ্গারবিলসহ কয়েকটি হাওরে বিষঢেলে প্রায় কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে একদল দুর্বৃত্ত। ফলে ওই এলাকার মানুষ মৎস্য আহরণ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। জানা যায়, সুজাতপুর-ইকরাম, বাল্লা, শতমুখা, বাজুকাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলেরও বিভিন্ন হাওরাঞ্চলের মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতেন ওই মৎস্যজীবিসহ স্থানীয় মানুষ। এসব মাছ হবিগঞ্জ জেলাসহ বিভিন্নস্থানে সরবরাহ করা হয়। কিন্তু গত সোমবার রাতে কে বা কারা ওইসব স্থানের হাওরে বিষ ঢেলে দেওয়ার ফলে ওই অঞ্চলের হাওরগুলির পানি বিষাক্ত হওয়ায় মাছ মরে ভেসে উঠছে। এসব বিষাক্রান্ত মাছ খেয়ে হাওরে থাকা অন্য প্রাণীরা অসুস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করি। তবে যারা এ কাজটি করেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর