,

হবিগঞ্জে করোনায় নতুন শনাক্ত ২৩

সংবাদদাতা ॥ হবিগঞ্জে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরেই করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। সেই হিসেবে নমুনার বিপরীতে আক্রান্ত ৪৮ শতাংশ। গত সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে দশটায় নতুন ২৩ জন আক্রান্তের তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হল ১ হাজার ৫৬২ জন। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শামীমা আক্তার জানান, ২৯ আগস্ট ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার আসা রিপোর্টে জানা গেল, এদের মাঝে ২৩ জনই করোনা ভাইরাসে আক্রান্ত।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৬৪৭ জনের। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬২। তন্মধ্যে মৃত্যুর সংখ্যা ১২ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯ জন।


     এই বিভাগের আরো খবর