,

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান ও সম্পাদক রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান ও সম্পাদক রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নবীগঞ্জ ছাত্রদলের নেতা কর্মীরা। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহব্বায়ক পদপ্রার্থী তৌহিদ চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ শহরের এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। সূত্রে জানা যায়, গত সোমবার রাতে হবিগঞ্জ জেলার ১৯টি ইউনিট কমিটি ঘোষনা করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী। এরমধ্যে নবীগঞ্জ পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের কমিটিও ঘোষনা করেন তারা। ওই কমিটিতে কালো টাকার বিনিময়ে হাইব্রিড লোক দিয়ে পকেট কমিটি ও ত্যাগী ও নির্যাচিত কর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষনা করায় জেলা ছাত্রদলের সভাপতি ইমরান আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে নবীগঞ্জ পৌর ও কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা। মিছিলটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায় মিলিত হয়। উক্ত পথ সভায়, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহব্বায়ক পদপ্রার্থী তৌহিদ চৌধুরী সভাপতিত্বে ও সদ্যঘোষিত নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য মো. রুবেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সদস্য-মোজাম্মেল হোসেন মায়া, কলেজ ছাত্রদলে ১ম যুগ্ম আহবায়ক জুমান আহমদ, ২য় যুগ্ম আহবায়ক মোঃ হোসেন আহমেদ তালুকদার, সদস্য সুয়েব আহমেদ, জাহান আহমেদ শিকদার, নাইমুর রহমান শাওন, জুনু আহমেদ সহ পৌর ও কলেজ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথ সভায় নেতাকর্মী বলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী দেশি-বিদেশি তদবিরে কালো টাকার বিনিময়ে ত্যাগী কর্মীদের বাদ দিয়ে হাইব্রীড লোকদের মাধ্যমে একটি অযোগ্য পকেট কমিটি অনুমোদন দেওয়ার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়নের মাধ্যমে নতুন কমিটি অনুমোদন জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহব্বায়ক জানান অন্যতায় দুর্বার আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর