,

বানিয়াচংয়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সাহাব উদ্দিন (৯০) নামের ওই বৃদ্ধ গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মারা যান। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বানিয়াচংয়ে উপজেলায় এটাই প্রথম মৃত্যু। মৃত সাহাব উদ্দিন উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ্ পরান জানান, গত ১৬ আগস্ট জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সাহাব উদ্দিনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষায় তার করোনা ‘পজিটিভ’ আসে। তিনি আরও জানান, সাহাব উদ্দিন চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেলে বাড়িতেই রেখেই তার চিকিৎসা চলছিল। ৯০ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানান ডাক্তার শাহ্ পরান। এটাই বানিয়াচং উপজেলায় করোনা সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর ঘটন। উল্লেখ্য, এখন পর্যন্ত বানিয়াচংয়ে করোনা ভাইরাসের পরীক্ষা হয়েছে মোট ৭৫৪। এর মধ্যে ৭৫৪ জনেরই ফলাফল এসেছে। মোট আক্রান্তের সংখ্যা ৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত হোমআইসলেশনে আছেন ৮ জন।


     এই বিভাগের আরো খবর