,

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি : চিকিৎসক

সময় ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান ইউএনও ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডা. জাহেদ হোসেন।

ডা. জাহেদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালোই আছেন। নতুন করে খারাপ কিছু হয়নি। তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এইচডিউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে ইউএনও ওয়াহিদাকে। সেখানে তিনি মুখে লিক্যুইড খাবার খাচ্ছেন। গত বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনও’র বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়। গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর