,

বানিয়াচংয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জহিরুল ইসলাম নাসিম ॥ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২০ উদদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্দোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ সংকট স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা এ শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার সকাল ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। সভাপতি ইউএনও মাসুদ রানা তার বক্তব্যে বলেন, বানিয়াচং একটি বিশাল বড় গ্রাম। তাই এ গ্রামের মানুষ সর্বক্ষেত্রে বড় হতে হবে। আর বড় হওয়ার সর্বোচ্চ উপায় হচ্ছে শিক্ষা। শিক্ষা লাভ করলে আপনি আলোকিত মানুষ হতে পারবেন। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ২১ লাখ নিরক্ষর মানুষকে স্বাক্ষর জ্ঞান দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলায় প্রতিটি ক্লাষ্টারের অধীনে ১০ ভাগ করে স্বাক্ষরতার হার বাড়ানোর জন্য বলা হয়েছে। সভায় এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন.উপজেলা কৃষি অফিসার এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, হবিগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাও: আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর, প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী আব্দুল কাইয়ুম, পিআইও মলয় কুমার দাস প্রমুখ।


     এই বিভাগের আরো খবর