,

আজমিরীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা :: আজমিরীগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাসের ভ্রাম্যমাণ আদালত। মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় আজমিরীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারহান লিয়াকত অনিক, প্রসিকিউশন দাখিল করেন উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর আমজাদ হোসেন। এ সময় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহকারী কমিশনার উত্তম কুমার দাস বলেন- ভোক্তা অধিকার নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এস আই বিদ্যুৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর