,

নবীগঞ্জে জনসংখ্যা ভিত্তিক জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি

মতিউর রহমান মুন্না :: নবীগঞ্জে জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এতে উপস্থিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদৎ হোসেন। প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন: ডাঃ নাফিজা আক্তার ও সিনিয়র নার্স আফরোজা পারভিন। প্রসঙ্গত, সমাজের অর্ধেক অংশই হল নারী। জরায়ু ও স্তন ক্যান্সার বড় ধরনের একটি ঘাতক ব্যাধি। শুরুতে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অনেক মা-বোনদের জীবন রক্ষা করা সম্ভব। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণের মাধ্যমে জরায়ু ও স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুহার অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে।


     এই বিভাগের আরো খবর