,

আজমিরীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাসের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে আয়েশা আক্তার (১৭) নামের এস.এস.সি পড়ুয়া এক শিক্ষার্থী। জানাযায় গতকাল শুক্রবার আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামের আব্দুল হান্নান (৩৫) মিয়ার অপ্রাপ্ত কন্যা আয়েশা আক্তারের বিয়ের আয়োজন করে তাদের পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাস বিষয়টি জানার পর গতকাল সাড়ে ১২টায় সরজমিনে গিয়ে বিয়ের অনুষ্টানটি বন্ধ করে দেন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করায় মেয়ের পিতাকে ৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। পরে মেয়ের পরিবারের লোকদের স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে মুচলেকায় মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মেয়ের অভিভাবকদের কাছ থেকে অঙ্গীকারনামা রাখা হয়। অভিযানে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাস বলেন-বাল্য বিবাহ রোধে উপজেলার সর্বত্র এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর