,

হবিগঞ্জে চালের বাজারে অস্থিরতা

বিপাকে নিম্ন আয়ের মানুষ

মোঃ জুনাইদ চৌধুরী : হবিগঞ্জের চালের বাজারে অস্থিরতা বেড়েছে। চালের দাম বেড়েছে আগের তুলনায় অনেক। তবে এই দাম বাড়ার বিষয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিষয়টি নিয়ে ঢালাওভাবে মুখ খুলতেও নারাজ মিল মালিক থেকে শুরু করে খুচরা বিক্রেতারাও। তবে কেউ কেউ বলছেন, মিল মালিকরা দাম বাড়িয়েই খুচরা বাজারে চাল বেশী দামে বিক্রি করায় খুচরা ব্যবসায়ীরাও চাল বেশী দামে বিক্রি করছেন। এই বিষয়টি গবেষণা করে দেখা গেছে, চালের দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। সাধারণ নিম্ন আয়ের ক্রেতারা এ নিয়ে বিপাকে পড়েছেন। অনেকে বলছেন, চালের বাজারে এই অস্থিরতা নিয়ে হবিগঞ্জের প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন। হবিগঞ্জের যে নয়টি উপজেলার বাজার রয়েছে সবগুলোতে একই অবস্থা। একইভাবে দামের রেখা উপরে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরাও। তারা এ প্রতিবেদক কে বলেছেন একটি কালো সিন্ডিকেট সব সময় এমন করে থাকে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া অতিব জরুরি।


     এই বিভাগের আরো খবর