,

সিলেটের এমসি কলেজে আলোচিত ধর্ষণ মামলায় ৪ আসামী গ্রেফতার

এর মধ্যে হবিগঞ্জ থেকে ৩ জন

সুমন আলী খাঁন : সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার ৩ আসামীকে নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত এলাকা থেকে অর্জুন লস্কর (২৫) কে গ্রেফতার করে পুলিশ, রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে মাহবুবুর রহমান রনি (২৮)কে গ্রেফতার করে র‌্যাব-৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার সেলিমসহকারে একদল ডিবি পুলিশ রবিউল ইসলাম (২৫)কে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত আমজদ উল্লার ছেলে বাবুল মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে। এর আগে সুনামগঞ্জ জেলার ছাতক থেকে প্রধান আসামী সাইফুর রহমান (২৮)কে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ওই মামলার মোট ৪ আসামী গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী এমসি কলেজে বেড়াতে যান। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে নগরীর শাহপরাণ থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান (২৮)কে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এজাহারে ছয় আসামীর নাম রয়েছে, তিনজন অজ্ঞাতপরিচয় আসামী রয়েছে। নাম থাকা আসামীদের ছয়জনই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। মামলার অন্য আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম (২৫)।


     এই বিভাগের আরো খবর