,

হবিগঞ্জে অনলাইন টিভির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ও থানায় অনলাইন টিভির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জেলার বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জের সরলমনা মানুষদের ঠকিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্রটি। এতে করে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে। অভিযোগে জানা যায়, একদল তরুণ ও তরুণী ট্রাই কোর্ট পড়ে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে হাসপাতাল ও থানায় প্রবেশ করে। এদের দেখলে মনে হয় স্যাটেলাইট টিভি চ্যানেলের সাংবাদিক। গ্রামগঞ্জ থেকে মানুষ মারামারি, ধর্ষণ, লাশ নিয়ে হাসপাতালে আসা মাত্র এসব ভুয়া মিডিয়াকর্মী গিয়ে হাজির হয় এবং বিভিন্ন চ্যানেলে নিউজ দেখানোর কথা বলে টাকা হাতিয়ে নেয়। আবার কেউ কেউ নিজেকে জাতীয় পত্রিকার পরিচয়ও দিয়ে থাকে। সম্প্রতি বাহুবল উপজেলার মারামারি নিয়ে বেশকিছু লোক আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। কিন্তু এক তরুণ-তরুণী নিজেকে অনলাইন চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু পরে সংবাদ পরিবেশন হয়নি। এতে করে প্রকৃত সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে। তবে এ ব্যাপারে পুলিশ বলছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর