,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুই দালাল আটক ॥ কারাদণ্ড

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযানে ‘হাতেনাতে ধরা পড়া দুই দালাল’কে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের এ অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসক কামরুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। সাজাপ্রাপ্তরা হলেন, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র সেলিম মিয়া ও হবিগঞ্জ শহরের অনন্তপুর ফিরোজ আলীর ছেলে বিলাল মিয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় সেখানে ডিসি কামরুল হাসানের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর হাসপাতালে তালিকাভুক্ত দালাল সেলিম ও বিলালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুইজনকে ‘টাউট আইন ১৮৭৯’ আওতায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি জানান, দালালরা প্রতিনিয়ত গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। তাই তাদের ধরতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এ সময় সেলিম মিয়া ও বিলাল মিয়া নামে দুই দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর