,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত রবিবার ৪ অক্টোবর স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় ও বিভিন্ন অনলাইনে আমার দৃষ্টি গোচর হয়েছে। সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে নবীগঞ্জে এক মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছে। ওই সংবাদটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা হচ্ছে- বিগত ২৩ সেপ্টম্বর তারিখ রাত্রে আমি আমার মোটর সাইকেল যোগে প্রজাতপুর গ্রামের ভায়রা ভাই আতাউল হোসেনের বাড়িতে দাওয়াতে খেতে যাই। তখন মোটর সাইকেলটি ভায়রা ভাই আতাউল হোসেনের গেইটের সামনে রেখে যাই। খাওয়া দাওয়া শেষে রাত অনুমান ১২.৩০ মিনিট আমি ও আমার পরিবারের সদস্যকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বাহির হওয়া মাত্র দেখি আমার মোটর সাইকেলটি রামদা ও দা দিয়ে খুবাইতে থাকে সাকাত আলী, মইনুল ইসলাম, লায়েক মিয়া, শেবলু মিয়াসহ বেশ কয়েকজন লোক। ওই সময় আমার শোর চিৎকার শুনে তারা সাথে সাথে পালিয়ে যায়। ওই বিষয়ে আমি গত ২৫ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ২ অক্টোবর তদন্ত করতে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। ঘটনা পরিদর্শনের পরের দিনই সামাজিক সংগঠন প্রজাতপুর জনকল্যাণ যুব সংঘকে ব্যবহার করে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সাকাত আলী আমার বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন ও ভিক্ষুক মিছিল করে মামলার সত্যতাকে ভিন্নরুপ সৃষ্টির চেষ্টায় ও আমার মানহানীর জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ার্ডের উন্নয়নমুলক কাজ করতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের মাধ্যমে অনেক উন্নয়ন কাজ করেছি। ওই উন্নয়ন করতে সাকাত আলী গংদের মাধ্যমে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছি। আমি ও আমার পরিবার বেশকিছু দিন যাবৎ নিরাপত্তা হীনতায় ভোগছি। আমি গত নির্বাচনে মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হওয়ার পর থেকেই আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সাকাত আলী আমাকে বিভিন্ন ভাবে হয়রানি ও আক্রমণ চালানোর বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে যার ফলে ওয়াড মেম্বার নির্বাচিত হওয়ার পর আমার আনন্দ মিছিলটি পর্যন্ত করতে দেয়নি এবং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমুলক কাজে সে বাঁধা প্রধান করে আসছে। বিভিন্ন সময় আমাকে বিভিন্ন হুমকি ধামকিও দিয়ে আসছে। তাই আমি আইনের আশ্রয় নেওয়াতে সাকাত আলী গংরা ক্ষিপ্ত হয়ে আমিও আমার পরিবারকে মামলা উঠানোর জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে তাই আমি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করি।
প্রতিবাদকারী
মোঃ আজিম উদ্দিন
গ্রাম: প্রজাতপুর, ৫নং ওয়ার্ড মেম্বার
৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ, নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর