,

নবীগঞ্জে ভাইয়ের জায়গায় মায়ের রোপন করা গাছ কর্তন করলো মেয়ে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জোর পূর্বক জায়গা দখল করতে গিয়ে অসহায় বৃদ্ধার গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ফকিরপাড়া গ্রামের মৃত বিরাম উদ্দিনের স্ত্রী চন্দ্রজান বিবি (৬৫)। চন্দ্রজান বিবি জানান, তার ১ ছেলে ও ৬ মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মারা যান অনেক বছর আগে। তার বাড়ির পাশে ছিল তারই বড় মেয়ে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের করিম উল্লাহ’র স্ত্রী রাহেনা বেগমের (৪০) প্রায় আড়াই শতক জায়গা। রাহেনা সেই জায়গা বিক্রি করার জন্য তার মাকে জানালে তার মা চন্দ্রজান বিবি তার প্রবাসী ছেলের সাথে আলাপ-আলোচনা করে সেই জায়গা তার ছেলের জন্য ক্রয় করার মত প্রকাশ করেন। পরে এলাকার মুরব্বীয়ানরা মিলে সেই জায়গার দাম নির্ধারণ করেন ২ লক্ষ ২০ হাজার টাকা। চন্দ্রজান বিবি ও তার মেয়েসহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে স্বাক্ষী রেখে রাহেনা বেগমকে ২ লক্ষ টাকা দেন। তিনি এ প্রতিনিধিকে আরোও জানান, বিক্রেতা তার বড় মেয়ে অন্যদিকে ক্রেতা তার ছেলে সৌদি প্রবাসী আব্দুল করিম হওয়ার কারণে জায়গা রেজিষ্ট্রারী না করেই ছেলের জন্য বড় মেয়ে রাহেনার ওই আড়াই শতক জায়গা ২ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। ওই জায়গা ক্রয় করার পর তিনি বিভিন্ন ধরণের ফলের গাছ রোপন করেন। জায়গা ক্রয় করার কয়েক বছর পর সদ্য তিনি জানতে পারেন তার বড় মেয়ে রাহেনা সেই জায়গা অন্যত্র তারই ভাই আব্দুর রউপের কাছে বিক্রি করার পায়তারা করছেন। বিগত কয়েক দিন পূর্বে চন্দ্রজান বিবি এ নিয়ে তার বড় মেয়ে রাহেনাকে জিজ্ঞেস করলে রাহেনা তার প্রবাসী ভাই আব্দুল করিমের কাছে জায়গা বিক্রি করার কথা অস্বীকার করে তার মায়ের সাথে বাজে ব্যবহার করে। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
এর কয়েকদিন পর গত বুধবার দিবাগত রাতে রাহেনা তার দুই ছেলে সাইফুল ইসলাম ও রাইসুল ইসলাম এবং তার মামা চন্দ্রজান বিবির ছোট ভাই আব্দুর রউপ তার ৩ দিন ছেলে রাসেল মিয়া, মনসুর মিয়া, মুজাহিদ মিয়াসহ আব্দুল অজুদের ছেলে আব্দুল মুমিন, আব্দুল মছব্বিরে ছেলে শামিম আহমদকে নিয়ে জোরপূর্বক জায়গা দখল করার জন্য চন্দ্রজান বিবির ক্রয় করা জায়গায় থাকা বিভিন্ন ধরণের লক্ষাধিক টাকার ফলের গাছ কর্তন করে সেই ফলমুল বাড়ির আশে-পাশের বাসিন্দাদের বিতরণ করেন। এ সময় চন্দ্রজান বিবি তাদেরকে বাধা দিতে গেলে তারা চন্দ্রজান বিবিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বৃদ্ধা চন্দ্রজান বিবিকে সেখান থেকে উদ্ধার করেন আশেপাশের লোকজন। পর দিন গতকাল বৃহস্পতিবার সকালে চন্দ্রজান বিবি তার অন্যান্য মেয়েদেরকে বিষয়টি জানালে তারা চন্দ্রজান বিবিকে দেখতে তাদের মায়ের বাড়িতে আসেন। গতকাল সকাল সাড়ে ১১টায় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের বাহুবল বাজারের বাসিন্দা আকবর আলী চৌধুরীর পুত্র মিলন চৌধুরী ও তার স্ত্রী শাহ নিলুফা ইয়াসমিন লিপিকে নিয়ে তার শ্বাশুড়ি চন্দ্রজান বিবিকে দেখতে আসলে ওই সময় রাহেনার নিকট এ ঘটনার কারণ জানতে চাইলে মিলন চৌধুরীকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং তাকে মারধর করে তার একটি দামী মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় রাহেনা ও তার দুই ছেলে সাইফুল ইসলাম ও রাইসুল ইসলাম গং। এ বিষয়টি এলাকার ময়মুরব্বীয়ানদের অবগত করেছেন চন্দ্রজান বিবি ও তার মেয়ের জামাই মিলন চৌধুরী। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তারা।


     এই বিভাগের আরো খবর