,

নবীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান

বিভিন্ন আইনে ৮ মামলায় অর্থদণ্ড

জাবেদ ইকবাল তালুকদার : গত ৯ অক্টোবর শুক্রবার জনগণের দুর্দশা, ভোগান্তি লাঘবে জনস্বার্থে অতিরিক্ত ভাড়া, মাস্ক বিহীন চলাচল, অবৈধ পার্কিং ইত্যাদি নিয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক কিছু নিয়ম প্রনয়ন করা। সবাইকে এসব নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করে নির্দেশনা দেওয়া হয়। গতকাল সোমবার নবীগঞ্জ পৌর শহরে অতিরিক্ত ভাড়া, মাস্ক বিহীন চলাচল, অবৈধ পার্কিং ইত্যাদি কারণে মোবাইল  কোর্ট পরিচালনা করা হয়। এতে বিভিন্ন আইনে ৮টি মামলায় ২ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড প্রধান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, মোবাইল কোর্টে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ ফোর্স।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এ প্রতিবেদককে বলেন, জনগণের ভোগান্তি লাঘবে সরকার বদ্ধপরিকর। জনগণের দুর্দশা, ভোগান্তি লাঘবে জনস্বার্থে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সবাইকে নিয়ম মেনে চলাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার আহ্বান করেন তিনি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


     এই বিভাগের আরো খবর