,

পৌর মেয়র মিজানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সিএনজি শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোতাচ্ছিরুল ইলসামকে নিয়ে কটুক্তি ও অকথ্য ভাষায় শ্লোগান দেয়ায় পৌর মেয়র মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, ব্যবসায়ী ও সিএনজি মালিক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গতকাল সোমাবার দুপুরে হাজারো সিএনজি মালিক শ্রমিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হবিগঞ্জ শহরের রাস্তায় বিক্ষোভ করেন। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে মেয়র মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ এনে স্মারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক দেওয়ান মিয়া, আবু হেনা মোস্তাফা কামাল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, জেলা সিএনজি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েল, জেলা সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি নজির মিয়া, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ জিতু মিয়া, ১২ যুব সংঘের সাধারণ সম্পাদক মাসুক চৌধুরী, লাখাই রোড টমটম সমিতির সভাপতি সাবেক মেম্বার কাজল আহমেদ প্রমূখ। শ্রমিক নেতারা, অবিলম্বে পৌর মেয়র মিজানুর রহমান মিজানের স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, দুর্নীতি, চাঁদাবাজী ও সিএনজি নামধারী সন্ত্রাসী এবং তার সহযোগিদের বিরুদ্ধে প্রয়োজনীয় অনুসন্ধান পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।


     এই বিভাগের আরো খবর