,

প্রবাসী অধ্যুষিত কুর্শি ইউনিয়নে প্রার্থী যারা

মতিউর রহমান মুন্না ॥ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় আসছেন দেশী ও প্রবাসী প্রার্থীরা। তারা বিভিন্ন কৌশলে প্রচারণা করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনী হালচাল নিয়ে দৈনিক হবিগঞ্জ সময়ের ধারাবাহিক প্রতিবেদন এর অংশহিসেবে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আজ তুলে ধরা হলো ৬নং কুর্শি ইউনিয়ন এর হালচাল। প্রবাসী অধ্যুষিত কুর্শি ইউনিয়নে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীর নাম উঠে আসছে। মাঠে ময়দানে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা। আলোচিত এই ইউনিয়নে প্রায় ৪০ হাজার লোকের বসবাস। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় ২৪ হাজারের মতো।
ইতোপূর্বে ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন যারা : ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী :- মরহুম আব্দুল মতিন চৌধুরী (আম্বর মিয়া), ১৯৬০-১৯৬৫ইং পর্যন্ত। মরহুম সৈয়দ আজিজুর রহমান (কনর মিয়া), ১৯৬৫-১৯৬৯ইং পর্যন্ত। মরহুম খলিলুর রহমান চৌধুরী (রফি), ১৯৭৩-১৯৭৭ ও ১৯৭৭-১৯৮৩ইং পর্যন্ত। মরহুম সৈয়দ হাবিবুর রহমান (রাজা মিয়া), ১৯৮৩-১৯৮৮ইং পর্যন্ত। নুরুজ্জামান চৌধুরী (আনা মিয়া), ১৯৮৮-১৯৯২ইং ও ১৯৯২-১৫-০৭-১৯৯৭ইং পর্যন্ত। বর্তমান চেয়ারম্যান আলী আহমেদ (মুছা), ০১-০১-১৯৯৮ইং থেকে ০৮-০৮-১৯৯৯ইং, ১৫-১১-১৯৯৯ইং থেকে ১৬-০৫-২০০৩ইং, ১৬-০৫-২০০৩ইং থেকে ২৪-০৫-২০০৭ইং এবং ১৭-০৮-২০১৬ইং থেকে প্রায় ১৯ বছর যাবত সফলতার সহিত বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। সৈয়দ খালেদুর রহমান খালেদ ১৮-০৮-২০১১ইং থেকে-১১-০৮-২০১৬ইং পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০১৬ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৬নং কুর্শি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী আলী আহেমদ মুছা (নৌকা) প্রতীকে ৪২৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী সৈয়দ খালেদুর রহমান খালেদ (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩৫৮৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসন্ন নির্বাচনে যাদের নাম শুনা যাচ্ছে:- তারা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলী আহমেদ মুছা, সাবেক চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, আওয়ামীলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী চৌধুরী অনর উদ্দিন জাহিদ, আওয়ামীলীগ নেতা লন্ডন প্রবাসী আব্দুল মুকিত, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছিত চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি‘র সহ-সাধারণ সম্পাদক সমাজ সেবক বাবুল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা শামছুল হুদা চৌধুরী বাচ্চু, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা নিজাম চৌধুরী, কুর্শি ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল সরদার, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা শাহ সামসুল ইসলাম সুজন।
এদিকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালের নামও শুনা যাচ্ছে। তিনি একজন হেভিওয়েট প্রার্থী। যদিও তিনি বিগত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন। উপরোল্লিখিতদের বাহিরেও আরো অনেক দেশী-প্রবাসী প্রার্থীদের নাম শুনা যাচ্ছে। কেউ কেউ প্রকাশ্যেই প্রচারণা করছেন আবার অনেকেই গোপনে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।


     এই বিভাগের আরো খবর