,

নবীগঞ্জে শীর্ষ ৩ ডাকাতসহ বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেফতার

জাবেদ ইকবাল তালুকদার ॥ রাতভর নবীগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ৩ শীর্ষ ডাকাত, ওয়ারেন্টভুক্ত ৫ আসামী, ২ চুর ও নিয়মিত মামলার ১ আসামীসহ ১১ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত বুধবার ১৪ অক্টোবর দিবাগত রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান এর নির্দেশে ওসি অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে সেকেন্ড অফিসার সমিরন দাশ, এসআই শামসুল ইসলাম, এসআই অমিতাভ দাশ তালুকদার, এসআই রতন, এসআই ফখরুজ্জামানসহ থানা পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, সামার গাঁও গ্রামের হাফিজ্জুলার পুত্র সুমন মিয়া (২৬), চানপুর গ্রামের ছাবু মিয়ার পুত্র নাসির মিয়া (৩৫), অনন্তপুর গ্রামের মইজুল হকের পুত্র আজিজুল হক (২৭), গুমগুমিয়া গ্রামের মৃত কালা মিয়ার পুত্র আকামত মিয়া (৩২), হরিপুর গ্রামের তালেব আলীর পুত্র আনোয়ার আলী (৫২), সাতাইহাল গ্রামের ইসমাইল মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৬), জন্তরি গ্রামের শুনিল দাশের পুত্র অজিত দাশ (৩২), জয়নগর গ্রামের মৃত দিলু দাসের পুত্র সজল দাস, সুনামগঞ্জের সোনারগাঁও গ্রামের আবুল কালের পুত্র জুয়েল মিয়া (২৮), শায়েস্তাগঞ্জের মহলুলসুনাম গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র তৌহিদ আহমেদ, পানিউমদা গ্রামের মৃত নুরুজ আলীর পুত্র মজুদ মিয়া (৪০)। গ্রেফতারকৃত আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, নবীগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী। প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আসতে হবে সেই লক্ষ্যেই থানা পুলিশ আসামী গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রাখছে।


     এই বিভাগের আরো খবর