,

করগাঁও ইউনিয়নে প্রার্থী যারা

মতিউর রহমান মুন্না ॥ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে নির্বাচনী আমেজ শুরু হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনী হালচাল নিয়ে দৈনিক হবিগঞ্জ সময়েরর ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আজ রবিবার তুলে ধরা হলো ৭নং করগাঁও ইউনিয়ন এর হালচাল। বিগত ২০১১ থেকে চেয়ারম্যান হিসেবে টানা ২ বার নির্বাচন হয়েছেন ছাইমউদ্দিন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন-পুরাতন বিভিন্ন প্রার্থীর নাম উঠে আসছে। মাঠে ময়দানে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা। এই ইউনিয়নে প্রায় ৪১ হাজার লোকের বসবাস। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় ২১ হাজারের মতো। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, ইতোপূর্বে ওই পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন: বাবু লাবন্য কুমার চৌধুরী, বাবু ডা. কুটিশ্বর দাশ, বাবু নিবারন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, মোঃ আব্দুর রউফ, বাবু সুকুমার দাশ, মোঃ ছাইম উদ্দিন।
আসন্ন নির্বাচনে এবার নতুন-পুরাতন প্রার্থী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে বর্তমান চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, করগাঁও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ নেতা ভানু লাল দাশ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, আলতাব হোসেন। উপরোল্লিখিতদের বাহিরেও আরো অনেক দেশী-প্রবাসী প্রার্থীদের নাম শুনা যাচ্ছে। তবে এর মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন করগাঁও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ নেতা ভানু লাল দাশ। কেউ কেউ প্রকাশ্যেই প্রচারণা করছেন আবার অনেকেই গোপনে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।


     এই বিভাগের আরো খবর