,

নবীগঞ্জের সাংবাদিক আশিকের ১২ তম মৃত্যু বার্ষিক পালিত

স্টাফ রিপোর্টার ॥ মরহুম সাংবাদিক ডাঃ আশিকুল ইসলাম চৌধুরী, (আশিক) এর ১২তম মৃত্যু বার্ষিক পালিত। এ উপলক্ষে গত শুক্রবার বাদ জুম্মা তার নিজ বাসভবনে মিলাদ মাহফিল শোক সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মুজাহিদ ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ উল্লাহ মমতাজ মেমোরিয়াল জুনিয়র দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল পীর কামেল পীরজাদা মহিউদ্দিন আহমদ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ উল্লাহ মমতাজ মেমোরিয়াল জুনিয়র দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ক্বারী ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী। সম্ভব্য মেম্বার পদপ্রার্থী আঃ খালেক চৌধুরী, শিক্ষক আবদুল মোমিন চৌধুরী, সাংবাদিক জুনাইদ চৌধুরী, হাসান চৌধুরী, জাহির আহমদ, আব্দুল মতিন সহ অত্র এলাকার মুরব্বীয়ান বক্তব্য রাখেন। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মুজাহিদ ইসলাম চৌধুরী, প্রয়াত সাংবাদিক ডাঃ আশিকুল ইসলামের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক ডাঃ আশিকুল ইসলাম চৌধুরী, সাংবাদিকতায় ন্যায় ও নিষ্ঠার আদর্শের প্রতীক হয়ে থাকবেন। উল্লেখ্য, ২০০৭ সালের ৫ই অক্টোবর দুপুরে নিজ কর্মস্থল থেকে দৈনিক আয়না পত্রিকায় কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পিছন দিক দিয়ে একটি লেগুনা গাড়ী, মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে যাওয়া হয় নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেলে রের্ফাড করা হয়। সিলেট এম,এ জি ওসমানী মেডিকেলে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরিশেষে মুনাজের মাধ্যমে সাংবাদিক ডাঃ আশিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করেন সবাই।


     এই বিভাগের আরো খবর