,

চুনারুঘাটে লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার, পিকআপ সহ ২ পাচারকারী আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট টহল অফিসের ফরেস্ট কর্তৃপক্ষরা পাচারকালে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার ও পিকআপ সহ ২ পাচারকারীকে আটক করেছে। পিকআপ বোঝাই চোরাই সেগুন কাঠ পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট টহল অফিসের দায়িত্বরত ভারপ্রাপ্ত টহল ওসি সৈয়দ মোফাজ্জল আলী সহ বনবিভাগের টহল কর্তৃপক্ষরা গতকাল বুধবার ভোর ৫টায় শায়েস্তাগঞ্জ গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ সহ ২ পাচারকারীকে আটক ও ৩৮ পিস ৫৩.৩১ ঘনফুট গোল চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছেন। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। আটককৃত পিকআপ নং ঢাকা মেট্রো-ন-১৮-১৩৬২ এবং গ্রেফতারকৃত পাচারকারী চুনারুঘাট উপজেলার হাকাজুরা গ্রামের মৃত ফটিক মিয়ার পুত্র পূর্বাঞ্চলের ত্রাস ও বহু অপকর্মের হোতা কালা মিয়ার ভাই কাজল মিয়া (৩৫) ও পাচারগাঁও গ্রামের মৃত আব্দুল হাই’র পুত্র মো: অমৃত মিয়া (২৭) কে হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় বন আইনে মামলা হয়েছে বলে চুনারুঘাট ফরেস্ট টহল অফিস জানায়।


     এই বিভাগের আরো খবর