,

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে নবীগঞ্জ পৌর মেয়রের ব্যাখ্যা

গত বুধবার ২১/১০/২০২০খ্রিঃ তারিখ দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক আমার হবিগঞ্জ ও দৈনিক লোকালয় বার্তা, দৈনিক বিজয়ের প্রতিধ্বনী পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় ‘নবীগঞ্জ পৌরসভায় টেন্ডার বিজ্ঞপ্তি নিয়ে তোলপাড়’ শিরোনামের সংবাদটি আমার দষ্টিগোচর হয়েছে। সংবাদটি মূলত ভিত্তিহীন এবং মানহানীকর। সঙ্গতকারণে আমি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ওপ্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা হলো, বিগত ৩১/০৮/২০২০খ্রিঃ তারিখ মাসিক সভায় ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিগত অর্থবছরের প্রাপ্ত বরাদ্দের আলোকে নবীগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ড হতে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দাখিল করার জন্য সকল কাউন্সিলরবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়। এরই প্রেক্ষিতে কয়েকটি ওয়ার্ড হতে প্রকল্প তালিকা পাওয়া যায়। এমতাবস্থায় যে সকল ওয়ার্ডের প্রকল্প দাখিল করা হয় নাই, সে গুলো জরুরী ভিত্তিতে দাখিল করার জন্য বিগত ৩০/০৯/২০২০খ্রিঃ তারিখে মাসিক সভায় পুনঃরায় অনুরোধ জানানো হলে সে সকল ওয়ার্ড কাউন্সিলরগণ কর্তৃক প্রকল্প দাখিল করা হয় এবং বরাদ্দ পাওয়া মাত্র প্রকল্পগুলোর দরপত্র আহবানের জন্য সকলের মতামতের আহবান জানানো হয়। এ ব্যাপারে বিস্তারিত আলোচনাও করা হয়। বিস্তারিত আলোচনার সাপেক্ষে, ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বরাদ্দ পাওয়া মাত্র প্রকল্পগুলোর দরপত্র আহবানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও উক্ত সংবাদে যাদের নাম উল্লেখ করে বক্তব্য দেওয়া হয়েছে তাহারা অনেকেই জানেন না। তাদের সাথে যোগাযোগ না করেই তাদের বক্তব্য দেওয়া হয়েছে। এমনকি ঐ সংবাদে আমার কোন বক্তব্যও নেওয়া হয়নি। বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করা গেলো। এছাড়াও উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানাই। পরিশেষে আমি আবারো উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী
মেয়র
নবীগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর