,

লাখাইয়ে ৭১টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাখাই উপজেলার ৭১টি মন্ডপে সরকারি অনুদান বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি মন্ডপ নেতৃবৃন্দের হাতে ৫০০ কেজি চালের মূল্য হিসেবে তিনি নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পূজা চলাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য মাস্কও বিতরণ করা হয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় আপনারা প্রতি বছর দুর্গাপূজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার পেয়ে থাকেন। তিনি বলেন, লাখাই উপজেলায় অতীতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্বক্ষম হয়েছি। সামনের দিনগুলোতেও যেন এর ব্যত্যয় না ঘটে সেজন্য সকলকে আন্তরিক থাকতে হবে। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. মুশফিউল আলম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার ও লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন। এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক আশীষ রায়, অমূল্য রায়, দেবাশীষ আচার্য্য, সম্পদ রায়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


     এই বিভাগের আরো খবর