,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩ ও ২৪ অক্টোবর হবিগঞ্জের কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজপোর্টালে আমার ভাই গ্রীস প্রবাসী মফিজুলকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যা আমাদের দৃষ্ঠিগোচর হয়েছে। আমরা দৃঢ়কন্ঠে বলতে চাই একটি কুচক্রিমহল আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদটি উপস্থাপন করা হয়েছে। সংবাদে বলা হয়েছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত আবুল কালামের পুত্র নাজমুল ইসলামকে ঘুমের মধ্যে কিছু খাইয়ে অজ্ঞান করে মৃত ভেবে দেহ ফেলে আসে মফিজুল। সংবাদে আরো বলা হয়, টাকা আত্মসাতের উদ্দ্যেশ্যে নাজমুল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ও আমার পরিবার ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে সাংবাদিক ভাইদের বিব্রত করায় এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে নাজমুলের মৃত্যুর কারণ জানতে গ্রীস প্রশাসনের কাছে জোর দাবি জানাই। আমি বিশ্বাস করি গ্রীস সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নাজমুলের মৃত্যুর কারণ আমাদের সামেন তুলে ধরবে। তবে প্রকৃত ঘটনা হল, সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ রাতে একদল দুর্বৃত্ত মফিজুল ও নাজমুলের বাসায় হানা দেয়। দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে নাজমুল ও মফিজুল জানালা দিয়ে লাফ দিয়ে আহত হয়। পরে গ্রীসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়। আমি মোঃ ইজাজুর রহমান বাংলাদেশে অবস্থান করছি। আমাকে এবং আমার ভাই মফিজুলকে জড়িয়ে মিথ্যা বানোয়াট এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
মোঃ ইজাজুর রহমান
পিতাঃ মৃত আতাউর রহমান
সাং, মস্তফাপুর, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর