,

হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বেসিন ও পানির ট্যাংক

জুয়েল চৌধুরী ॥ করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হাত ধোয়ার বেসিন ও পানির ট্যাংক স্থাপন করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে এর ভিন্ন চিত্র। শহরে বেশ কয়েকটি বেসিন ও পানির ট্যাংক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলোতে অনেকেই এখন ময়লা আর্বজনা ফেলছেন। আবার অনেকগুলো এলাকায় পানির ট্যাংক আছে ঠিকই কিন্তু ভেতরে পানি নেই, আবার বেসিন আছে ঠিকই কিন্তু অকেজো। এ ছাড়া নেই হাত ধোয়ার স্যানেটাইজার। ফলে করোনা প্রতিরোধে এসব কোনো কাজেই আসছে না। সচেতনতার অভাবে জনসাধারণও ওইসব ব্যবহার করছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ সরকার সারাদেশে জনসাধারণের স্বাস্থ্যেও ঝুঁকির কথা চিন্তা করে এসব স্থাপন করেছিল। শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টির বেশি বেসিন ও পানির ট্যাংক রয়েছে। গতকাল সোমবার সরেজমিনে শহরের শায়েস্তানগর, তিনকোনা পুকুর পাড় এলাকার প্রধান সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করলেও হাত ধোয়ার বেসিন ও পানির ট্যাংক কেউ ব্যবহার করছেন না। এ বিষয়ে জনাস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির জানান, সবগুলিই মোটামুটি ব্যবহার হচ্ছে। তবে শায়েস্তানগর আর ৩ কোনা পুকুরপাড় এলাকায় পানির স্বল্পতা রয়েছে। তবে শায়েস্তানগর এলাকার পানির ট্যাংকটিতে পানির ব্যবস্থা করবেন স্থানীয় কাউন্সিলর। এ ছাড়া ৩ কোনা পুকুর পাড় এলাকার পানির ট্যাংকটিতে মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে আলোচনা করে পানির ব্যবস্থা করা হবে।


     এই বিভাগের আরো খবর