,

পুলিশকে নিয়ে মানুষের ধারণা পাল্টে গেছে -নবীগঞ্জে ‘কমিউনিটি পুলিশিং ডে’তে ডাঃ মুশফিক চৌধুরী

জাবেদ ইকবাল তালুকদার ॥ ”মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকাল ১১টায় র‌্যালিটি থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে নবীগঞ্জ শহর প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে নবীগঞ্জ খানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবীগঞ্জ থানা মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম, গীতা পাঠ করেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমীরণ দাশ। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং ডের সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ডের আহবায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু। ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদ আহমেদ, আউশকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, সেকেন্ড অফিসার সমীরণ দাস, এসআই অমিতাভ দাশ তালুকদার, সম্রাট, ফখরুজ্জামান, আমির হামজা, আব্দুল ওয়াদুদ, পারভিন আক্তার, মহিউদ্দিন রতন, মোঃ আবু হানিফ, এএসআই সিরাজ, আব্দুল হান্নান প্রমূখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, বর্তমান সভাপতি শাহ্ ফয়ছল তালুকদার, গণমাধ্যমকর্মী জাবেদ ইকবাল তালুকদার প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, যারা জাতির জনক স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের আদর্শের নামে অপরাজনীতি করে বেড়াচ্ছে। দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এসব অপরাধীদের স্বরুপ প্রকাশ করতে আমি অচিরেই নবীগঞ্জে আসছি। তিনি আরও বলেন- এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিংয়ের স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদপে নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
সভাপতির বক্তব্যে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী বলেন, দালালদের খপ্পর থেকে নিজেকে রক্ষা করুন। কখনো দালালের খপ্পরে পরবেননা। কোন আইনি সহযোগীতার প্রয়োজন হলে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করুন। অপরাধের ব্যাপারে আপনি নিজে সচেতন হোন আপনার এলাকার মানুষদের মাঝে সচেতনতা তৈরী করুন। জুয়া, মাদক, সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল সামাজিক অপরাধের সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের সম্পর্কে পুলিশের চাইতে এলাকাবাসীই ভাল জানেন তাই এসব অপরাধ কর্মকান্ড বন্ধ করতে জনগণের সহযোগীতা প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম কোর্টের প্রতি সম্মান রেখে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের উপর দায়েরকৃত নারী নির্যাতন মামলার সঠিক তদন্ত চেয়ে সুষ্ঠু বিচারের দাবী জানান।


     এই বিভাগের আরো খবর