,

‘পুলিশ এবং জনতার সমন্বিত কাজের ফলেই সমাজে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব’

বাহুবল প্রতিনিধি ॥ কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, খুন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি অপরাধ নিয়ন্ত্রণ সহজ হয়। গতকাল শনিবার সকাল ১১টায় কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা উপরোক্ত কথাগুলো বলেন। “মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকার আলীর সভাপতিত্বে মডেল থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাহুবল মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর করিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাজী আব্দুল মালেক তালুকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কান্তি দেব, আব্দুল কাইয়ুম, সাদিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন ও গীতা পাঠ করেন এএসআই রাজু।


     এই বিভাগের আরো খবর