,

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ৩ মাদক বিক্রেতা আটক

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে মাদকসহ অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে স্টেশন মাষ্টার সাইফুল ইসলামের ছত্রছায়ায় এসব অপরাধ সংগঠিত হচ্ছে। পুলিশ রহস্যজনক কারণে মাদক বিক্রেতাদের না ধরলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গতকাল সোমবার সকালে রেল স্টেশনের ফ্লাটফর্ম থেকে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে। পরে তাদেরকে জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল। মাদক বিক্রেতারা হল, শায়েস্তাগঞ্জ মধ্যবাগুনিপাড়া গ্রামের আজব আলীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিম মিয়া (৩৫), চরনুর আহমদ গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৪০) ও বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র স্বপন মিয়া (২০)। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলীসহ একদল সিপাহী। গতকালই তাদেরকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর