,

হবিগঞ্জে অস্ত্র মামলায় যুবদল কর্মীর ১০ বছরের কারাদণ্ড

জুুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে অস্ত্র মামলায় সেবুল মিয়া (৪০) নামের এক যুবদল কর্মীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ এসএম নাসিম রেজা গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় প্রদান করেন। রায়ের সময় আসামি পলাতক ছিলো। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ। পেশকার সৈয়দ গোলাম হাদি জুয়েল জানান, ২০১১ সালের ১২ এপ্রিল রাতে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার সেলিম মিয়ার ফার্নিচারের দোকান থেকে র‌্যাব-৯ সেবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন র‌্যাবের ডিএডি বিপ্লব কুমার রায় বাদি হয়ে ১৯৭৮ সনের অস্ত্র আইনে সদর থানায় মামলাসহ আসামিকে থানায় হস্তান্তর করেন। এরপর আসামি দীর্ঘদিন হাজতবাস করার পর জামিন লাভ করে। তৎকালীন এসআই অমৃত কুমার রায় ২০১১ সালের ৬ জুন আদালতে চার্জশীট দাখিল করেন। ৫ জন স্বাক্ষির স্বাক্ষ্য প্রমাণ শেষে গতকাল এ রায় প্রদান করা হয়। সূত্র জানায়, পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা শিবির নেতা মুহিবুর হত্যা মামলা ও বানিয়াচংয়ের মখা গ্রামের আলী আকবর হত্যা মামলার অন্যতম আসামি সেবুল। সে দীর্ঘদিন জেলে থাকার পর উক্ত মামলাগুলো থেকে জামিন পায়। সেবুল বানিয়াচং উপজেলার মখা গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র। বর্তমানে সে পুরান মুন্সেফী এলাকায় বসবাস করছে। এদিকে সাজাপ্রাপ্ত আসামি সেবুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর