,

মাস্ক ছাড়া আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা

সময় ডেস্ক ॥ করোনা সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে দেশের সব আদালতে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। করোনা সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় অধস্তন আদালতগুলোয় সবার মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা প্রয়োজন। এতে আরও বলা হয়, সব বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ সেবাগ্রহীতাদের মাস্ক পরা এবং হাইকোর্ট বিভাগের নির্দেশনা পালন করতে হবে। এর আগে দেশের সব প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া সেবা না দিতে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।


     এই বিভাগের আরো খবর